ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোর-কিশোরী হলেন- আবুল বাশারের ছেলে নুরঅনকিষ, আব্দুল রাজ্জাকের ছেলে কাওছার আলী, বিকাশ চন্দ্র রায়ের ছেলে দিপু সরকার, স্বপনের মেয়ে পূজা, মিলন দাসের মেয়ে মিথিলা দাস, সাদেকের মেয়ে সোনিয়া খাতুন, অমূল্য ঘোষের মেয়ে অমৃতা ঘোষ, আনিছুর শেখের মেয়ে রাবিয়া খাতুন, প্রমথ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, জিল্লু মোল্লার ছেলে সামাদ মোল্লা ও মোমিন মোল্লা, আজহরুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম, মিলন দাসের ছেলে দেব দাস, নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম, আব্দুল কালাম সরদারের ছেলে তরিকুল ইসলাম, সাইদুল মোল্লার ছেলে জিয়াদ মোল্লা। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।

মানবাধিকার সংস্থা রাইট যশোর সিনিয়ার অফিসার তৌফিকজ্জুামান জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *