সুনামগঞ্জে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ও শহর পরিস্কার রাখা সহ নানা বিষয় নিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল জাবির আসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, ক্যাম্প কমান্ডার মাহদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি সহ বিভিন্ন স্কুল কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য মেজর মোহাম্মদ আল জাবির আসিফ বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনী সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাজ করতে চায়। ছাতকের শিক্ষা, চিকিৎসা, শহর পরিস্কার, পানি নিষ্কাশন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সহ নানা সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে এসব সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে যাব।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।