সুনামগঞ্জে বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক

সুনামগঞ্জে বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক

সুনামগঞ্জে বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আব্দুল কুদ্দুছ (৫০) নামের এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্রসহ ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র পাওয়া যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কুদ্দুছ হায়দরপুর গ্রামের বাসিন্দা।

ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ শোয়েব বিন আহমেদ বলেন, আসামি আব্দুল কুদ্দুছ গত ২৩ জানুয়ারি গভীর রাতে পাগলা জগন্নাথপুর আউশাকান্দি সড়কের ভববমি এলাকায় ট্রাক্টর ও গাছের গোড়া ফেলে রেখে সড়ক যোগাযোগ বন্ধ করে দুটো বাসে ডাকাতি করে।

পরে এলাকাবাসী এগিয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপরই তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *