মসজিদে যাওয়ার পথে মুসল্লিকে গুলি, সেনাবাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় ওসমান গনি বাবু (৫২) নামের এক মুসল্লিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আজ শনিবার (১ ফেব্রয়ারি) ভোর ৬টার দিকে ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ওসমান গনি বাবুকে পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে।
ঘটনার পরপরই এ ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্রটি উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা।
সিংড়া আর্মি ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) থেকে একটি সেনা টহলদল ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশীর পর বিকেলে পোনে ৩টার দিকে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।