‘সংখ্যালঘুদের অন্ধকারচ্ছন্ন সময়ে আশার আলো জাগাচ্ছে সেনাবাহিনী’
![]()
নিউজ ডেস্ক
গেল বছরের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে হাজারো ঘটনার মধ্যে একটি বাউফলের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ বণিক অপহরণ হলে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। এই দুঃসহ সময়ে নিরীহ সংখ্যালঘুদের প্রতি দেশের প্রশাসনগুলো বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সার্বক্ষণিক যোগাযোগ এই অন্ধকারছন্ন সময়ে আশার আলো দেখাচ্ছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিয়ে তৃণমূলের প্রতিনিধিরা এসব কথা তুলে ধরেন। বরিশালের আর্যলক্ষী মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভায় অংশ নেন বরিশাল বিভাগের ৬টি জেলার, মহানগর এবং ৫৪টি উপজেলা ও পৌরসভার প্রতিনিধি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় গত বছরের ৫ আগস্টের পর সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়ন, হামলা ও দখলদবাজির মর্মস্পর্শী বিবরণ তুলে ধরা হয়। অনেক প্রতিনিধিই কান্নাজড়িত কন্ঠে হামলার ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করেন। এই দুঃসময়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করে বলা হয়, তারা অত্যন্ত দ্রুত সময়ে পাশে এসে দাঁড়ানোয় বহু পরিবার ও প্রতিষ্ঠান বেঁচে গেছে। এ মাটিতে বাঁচার স্বপ্ন ফিরে আসছে।
প্রতিনিধিরা আরও বলেন, এই দুর্দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দলও হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছে।
পুরো সময় ধরে সভায় উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ের হিন্দুদের ভোগান্তি ও হয়রানির কথা শোনেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি বাসুদেব ধর, সহ-সভাপতি তাপস পাল, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শ্যামল রায়, গোপাল দেবনাথ, শুভাশীষ বিশ্বাস সাধন ও বিপ্লব কুমার দে, সাংগঠনিক সম্পাদক তাপস কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক অনয় মুখার্জি, সদস্য সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।