নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলা এবং খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার (১ জানুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করে।
এসময় ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি পাইপগান (একনালা), ১টি চাপাতি ও ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদিসহ আটক করা হয়।

এছাড়াও আজ শনিবার খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য একটি অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন এবং যশোর অঞ্চলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় উক্ত এলাকায় পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলো। এছাড়াও মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ১১ টি এবং আকাশের বিরুদ্ধে ০৫ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানদ্বয়ে র্যাব ও পুলিশ সদস্যরাও সদস্যরাও অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
