রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
আজ রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের মুজাদ্দেদ-ই- আলফেসালী একাডেমী উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি জোন অধিনায়ক লেঃ কর্নেল এরশাদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ছাত্ররা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। তারা আজ যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রশংসার দাবি রাখে। সেনাবাহিনী সকল মঙ্গলজনক কাজে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আব্দুল আলিম, ব্যবসায়ী নেতা কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা তাহসিন আলম ওয়াহিদ, ওয়াহিদুজ্জামান রোমান, সায়দা আক্তারসহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।