রাঙামাটির জুরাছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে স্থানীয়দের করনীয়সহ সচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে হেডম্যান-কারবারিদের নিয়ে হেডম্যান-কারবারি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে জুরাছড়ির বনযোগীছড়াস্থ সেনা জোনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান।
এসময় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে সব সময় শিক্ষা, চিকিৎসা ও এলকায় বেকার যুবক ও অসহায়দের কর্মস্থানে সহায়তাসহ বিভিন্ন উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে।
এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ জনগণের জন্য স্থাপিত বাজার ও যাতায়াত ব্যবস্থ্য যাতে কারো জন্য ব্যাহত না হয় সে ব্যাপারে সকলে পারস্পরিক সহায়তা প্রদানের আহ্বানও জানান তিনি।
সম্মেলনে জোনাল স্টাফ অফিসার মেজর মুশফাক আমিন চৌধুরীর সঞ্চালনায় রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, কারবারি রনজিৎ তঞ্চঙ্গ্যা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, করুনা ময় চাকমা, সাধনা নন্দ চাকমা বক্তব্য রাখেন।
এছাড়া সম্মেলনে মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কাব্বারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও জনস্বার্থে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
উল্লেখ্য, একইদিন সকাল থেকে জুরাছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোসাদ্দেকের নেতৃত্বে বিনামূল্যে স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।