দীঘিনালায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম থানাপাড়া শিবির এলাকার আল-হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের হাতে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক।
শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক বলেন, ‘পাহাড়ি এলাকায় তুলনামূলক বেশি সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। সীমাবদ্ধতার মধ্যে থেকেও দীঘিনালা জোন অধীনস্ত এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শীতের কষ্ট নিবারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
জোন অধিনায়ক আরো বলেন, ‘সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মাঝে পদস্থ সামরিক কর্মকর্তা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ স্থানীয় ইউপি মেম্বার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।