রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত বিদেশী মিশনের সামরিক উপদেষ্টারা - Southeast Asia Journal

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত বিদেশী মিশনের সামরিক উপদেষ্টারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ামনারের সরকারী বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে দুই দিনের সফরে কক্সবাজার সফর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত বিদেশী মিশনের সামরিক উপদেষ্টারা। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ সফরে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত, তুরস্কসহ প্রায় ২০টি দেশের উপদেষ্টারা।

এ সফরে তারা একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন, রোহিঙ্গাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিভিন্ন বিদেশী দাতাসংস্থার কার্যক্রম ও শরণার্থী শিবির ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বাংলাদেশী কর্তাব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের এ সব নাগরিকদের বর্তমান অবস্থা, সেখানে ফেরত যাওয়ার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা দেয়ার উদ্দেশে বিদেশী সামরিক উপদেষ্টাদের এ সফরের আয়োজন করা হয়েছে।