সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার- পররাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার- পররাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

ডেস্ক রিপোর্ট

বুধবার (২ অক্টোবর) রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘যুবকদের মৌলবাদ ও উগ্রবাদ থেকে দূরে রাখা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার।’ তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এ তিন দেশ মিলে একটি কমিটি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে মিয়ানমার বলেছে, সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে তারা। চীনও এতে সম্মত হয়েছে। যেটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। বৈঠকে মিয়ানমার জানিয়েছে যে তারা এখন রোহিঙ্গাদের যে ফরম দেয়, তাতে ভুল রয়েছে।’