পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সেনাবহিনী মোতায়েন: স্বরাষ্ট্র সচিব

পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সেনাবহিনী মোতায়েন: স্বরাষ্ট্র সচিব

পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সেনাবহিনী মোতায়েন: স্বরাষ্ট্র সচিব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, দেশে স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চলমান অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ যতদিন প্রয়োজন হবে ততদিন চলবে। তবে এই অভিযানে মানবাধিকার ও পরিবেশ রক্ষা করে আইন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথবাহিনী। গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। যা এখনো চলমান আছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।