নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার জেলার নাইক্ষ্যংছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ আর্থিক অনুদান প্রদান ও শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়িারি) সকালে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়।

সূত্র জানায়, এদিন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আওতাধীন এলাকায় বসবাসরত ৭ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি ৪০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির অর্থ হস্তান্তর করা হয়।

এক্ইদিন, ব্যাটালিয়ন কর্তৃক এলাকার গরীব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ মাস ব্যাপী পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৪/২০২৪ সমাপ্তকৃত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং নতুন করে ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ-১/২০২৫ কোর্সের উদ্বোধন করা হয়।

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত থেকে আর্থিক অনুদান, ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং নতুন কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির এমন জনকল্যাণকর কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশিক ইকবাল, বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।