পাহাড়ে শান্তি চুক্তির নামে অশান্তির সৃষ্টি করা হয়েছে- মুফতি ফয়জুল করীম
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে শান্তি চুক্তির নামে অশান্তির সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাঙামাটি পৌরসভা ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশে তিনি একথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, আমরা পাহাড়ে শান্তি চায়, স্বাধীনতা চায়, বৈষম্য মুক্ত দেশ চায়, কোন বিবাদ চাইনা, আমরা পাহাড়ী-বাঙালী সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে বাঁচতে চাই, পার্বত্য অঞ্চলের সবাই বাইরে জায়গা ক্রয় করতে পারবে, বাইরের মানুষ এখানে জায়গা ক্রয় করতে পারবে, একই দেশে দুই নীতি চাইনা, এখানে যে আইন চলবে সারা দেশে সেই আইন চলবে, এই অঞ্চল বা দেশের জমি যদি কেউ দখল করতে চায় আমরা রুখে দিব, সকল ষড়যন্ত্র রুখে দিব, সীমান্ত সড়ক দ্রুত বায়াতবায়ন চাই, সীমান্ত নিরাপত্তা চাই, শান্তি চুক্তির নামে অশান্তি চাই না, ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলে চাই না।
জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা নূর হোসেন এর সঞ্চালনায় ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দীয় সদস্য আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শরিফুল আলম, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. পারভেজ তালুকদার প্রমুখসহ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা ২০২৫-২০২৬ সেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ওমর ফারুকসহ আংশিক কমিটি ঘোষণা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।