বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

নিউজ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়। এর আগে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যার ধারাবাহিকতায় বেনাপোলের পাঁচপীরতলা বিওপি, ধান্যখোলা বিওপি, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৯ লাখ ৭ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য দ্রব্য, সিগারেট, পান মসলা, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয় বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।