বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় ব্যাটালিয়নে (৪৩ বিজিবি) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বসবাসরত মানুষের নিরাপত্তা, পাহাড়ী ও বাঙালিদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলির অপহরণ ও চাঁদাবাজি বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধ, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা রোধ করা, কাঠ-বাঁশ পাচার, ইভটিজিং বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে জানিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করারও অনুরোধ করেন।
এ সময় রামগড় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাহাদাত হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ. মঈন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।