ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। কেননা ভারতীয় ভিসা নবায়নের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে  যুক্তরাষ্ট্র। যা ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল করেছে।  কারণ ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি১ ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা।

পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসার প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়।

এই ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি১, বি২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন।

এরপর বি১, বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন।

এবার নবায়নের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরো বৃদ্ধি পাবে। যারা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন, তারা এখন এক বছরের মধ্যে নবায়নের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরো সমস্যা হবে। আরো বেশিদিন অপেক্ষা করতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।