জেএসএসের ৫৩তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৫৩তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জিমনেসিয়াম মাঠে এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএসের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
তিনি বলেন, পাক-ভারত দেশ ভাগের নীতিমালা মেনেই পার্বত্য চট্টগ্রামের মানুষ ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। ভারতের পতাকা রাঙামাটিতে উত্তোলন করেছিল। আর বান্দরবানে বার্মার পতাকা উত্তোলন করা হয়েছিল। পতাকা উত্তোলনের অপরাধে কাপ্তাই বাঁধ দেওয়া হয়।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। কিন্তু চুক্তি করে বেইমানী করা হচ্ছে। প্রতারণা করা হয়েছে। এ অবস্থাতে অনিশ্চিত অবস্থা। এখনও অনিশ্চিত জীবন, রুদ্ধশ্বাস নিয়ে আমাদের চলতে হচ্ছে। তাই জনসংহতি সমিতি সৃষ্টি ও আন্দোলন বর্তমান পর্যন্ত চলমান।
গণসমাবেশে বক্তব্য রাখেন জেএসএসের সদস্য সাধুরাম ত্রিপুরা, কেএসমং মারমা, গুনেন্দু বিকাশ চাকমা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গা।
এর আগে, সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊষাতন তালুকুদার। পরে গিরি সুর শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গণসঙ্গীত পরিবেশন করা হয়। গণসমাবেশে জেএসএসের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।