চেকপোষ্টে পৃথক তল্লাশী বিজিবির: ১৬৬.৬৮ ঘনফুট কাঠ ও ২৫ কেজি গাঁজাসহ আটক ১

চেকপোষ্টে পৃথক তল্লাশী বিজিবির: ১৬৬.৬৮ ঘনফুট কাঠ ও ২৫ কেজি গাঁজাসহ আটক ১

চেকপোষ্টে পৃথক তল্লাশী বিজিবির: ১৬৬.৬৮ ঘনফুট কাঠ ও ২৫ কেজি গাঁজাসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লারমুখে অবস্থিত বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে পৃথক ভাবে ১৬৬.৬৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ ও ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব অবৈধ কাঠ ও ভারতীয় গাঁজা জব্দ করে কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, সকাল ১১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে হতে মালিকবিহীন ১৬৬.৬৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করতে সক্ষম হয়।

এরপর সোয়া এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনাকালীন সময় চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে হতে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি কালায়ন চাকমা (২৫) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠ নিকটতস্থ সীতাকুন্ড বনবিটে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত আসামীকে মামলা দায়েরপূর্বক জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ব্যাটালিয়ন অধীনস্ত এলাকায় সব ধরনের অপরাধ কার্যক্রম ঠেকাতে বিজিবি সচেষ্ট রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।