কাপ্তাইয়ে দুর্গম এলাকায় সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙামাটি সেনা রিজিয়নের অধীনস্ত কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দুর্গম পাহাড়ি এলাকার স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে সেনাপ্রধানের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল এর তত্ত্বাবধানে কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১০ আর ই ব্যাটলিয়নের মেজর রিচার্ড মন্ডল এসময় উপস্থিত থেকে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রতি ও উন্নয়ন কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগীতা সর্বদা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।