মাটিরাঙ্গায় হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মাঝে ঔষধ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন এসব মানবিক কার্যক্রম পরিচালনা করে।
এদিন, মাটিরাঙ্গা জোন আওতাধীন গুইমারার নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ানপাড়া এলাকায় স্থানীয় দুই শতাধিক দরিদ্র উপজাতি নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
একই সাথে দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী ।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।