বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান-এর আয়োজনে হোটেল হিলভিউ কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

এসময় সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপপরিচালক মো.সাইফুর রহমান।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের কল্যাণে ও নিরাপত্তায় বিভিন্ন অগ্রণী ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আগামীতেও এই বাহিনীকে দেশের অগ্রযাত্রায় আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করছে বলে মন্তব্য করে আগামীতেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহবান জানান।

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

এসময় বক্তারা আরো বলেন, খুব দ্রুত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আর নির্বাচনে প্রতিটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্টা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে এমনটাই প্রত্যাশা প্রশাসন ও সাধারণ জনগণের।

সমাবেশ শেষে জেলার নিরাপত্তা ও বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজে অবদান রাখায় জেলার ৭ উপজেলা থেকে নির্বাচিত ৬৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে সাইকেল, ছাতা ও বিভিন্ন পুরস্কার প্রদান করেন অতিথিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed