সকল জাতি-গোষ্ঠির মেলবন্ধনে পাহাড়ের দুর্গোৎসবই প্রমান করে সবুজ পাহাড় শান্তির তীর্থস্থান- নির্মলেন্দু চৌধুরী - Southeast Asia Journal

সকল জাতি-গোষ্ঠির মেলবন্ধনে পাহাড়ের দুর্গোৎসবই প্রমান করে সবুজ পাহাড় শান্তির তীর্থস্থান- নির্মলেন্দু চৌধুরী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেছেন, সকল জাতি-গোষ্ঠির মেলবন্ধনে পাহাড়ের দুর্গোৎসবই প্রমান করে সবুজ পাহাড় শান্তির তীর্থস্থান। ধর্ম যার যার, উৎসব সবার প্রধানমন্ত্রীর এ উক্তিকে সম্মান জানিয়ে সকল সম্প্রদায়ের মানুষ নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে সকল ধর্মীয় উৎসব পালনের আহবান জানান তিনি। দুর্গাপুজার ইতিহাসসহ ধর্মের বাণী নতুন প্রজন্মকে জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানবিক শিক্ষা গ্রহণ করা সম্ভব।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরের দিকে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টামী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, সনাতন ছাত্র ও যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন চৌধুরী, ধনা চন্দ্র সেন, সদর সভাপতি নয়ন আচার্যী প্রমূখ। অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।