বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার লামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ত্রিপুরা পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর আলীকদম জোন।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আলীকদম জোনের গজালিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা উক্ত মানবিক সহায়তা প্রদান করেন।
সূত্র জানায়, গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুর্জধন পাড়া এলাকায় রান্না ঘরের আগুন ছড়িয়ে গিয়ে জুমচাষী মচরণ ত্রিপুরার বসতবাগি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। একমাত্র সম্বল বসতবাড়ী হারিয়ে মচরণ ত্রিপুরা ছোট কন্যাসন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েন। বিষয়টি সেনাবাহিনীর আলীকদম জোনের দৃষ্টি আকর্ষণ করলে তৎক্ষণাত ভুক্তভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধী ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে গজালিয়া আর্মি ক্যাম্প আলোচনা করে এবং দ্রুত পূনর্বাসনের জন্য মানবিক সহায়তার পদক্ষেপ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, মানবিক সহায়তার অংশ হিসেবে মচরণ ত্রিপুরাকে নতুন করে দুইটি বসতঘর নির্মানের জন্য সমপরিমান ঢেউটিন প্রদান করে সেনাবাহিনী।
ভুক্তভোগী মচরণ ত্রিপুরা বসতবাড়ীর টিন পেয়ে আলীকদম জোন এবং বান্দরবান রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধীসহ এলাকার গণমান্য বক্তিবর্গ এবং এলাকাবাসী আলীকদম সেনা জোনের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
সহায়তা প্রদানকালে গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, ‘আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং তাদের নতুনভাবে জীবন শুরু করতে সহায়তা করবে। আলীকদম সেনা জোন বরাবরই জাতীয় দুর্যোগ ও সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, আলীকদম সেনা জোন শুধু নিরাপত্তা ও শান্তি রক্ষার কাজেই নিয়োজিত নয়, বরং পাহাড়ি এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা সামগ্রী বিতরণ, সুপেয় পানি সরবরাহ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে অনুদান প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উপস্থিত সকলকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সেনাবাহিনীর কার্যক্রমে সহায়তা প্রদান করতে আহবান করেন।
উল্লেখ্য, এই মানবিক উদ্যোগ আলীকদম সেনা জোনের জনগণের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।