খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা সদরের টাউন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট কার্যালয় এ সমাবেশের আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মো. আরিফ, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মানিকছড়ি আনসার ব্যাটালিন পরিচালক মোঃ সাজেদুর রহমান, যুগ্ম পরিচালক খাগড়াছড়ি (এনএসআই) নাছির মাহমুদ গাজী সহ বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পদবির কর্মকর্তাবৃন্দ।

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে সমাবেশে প্রধান অতিথি বলেন, বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগের মাধ্যমে দেশকে সম্মানিত করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামান্য অবদান রেখেছে।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত আনসার সদস্য, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ভিডিপি সদস্য সহ বিভিন্ন পদবির সদস্য-সদস্যাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে সাইকেল, সেলাই মেশিন, ছাতা সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

এর আগে, বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।