পানছড়িতে বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকায় সনখোলা এলাকায় ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক অসহায়দের মাঝে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন অধীনস্থ ফাতেমা নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন ও দুর্গম পাহাড়ি এলাকা সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য পাহাড়ী জনসাধারণের মধ্যে ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম চিকিৎসা সেবা প্রদান করেন। একই সাথে ৩ বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একই সাথেপার্বত্য এলাকার শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং বিজিবি জোন সব সময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
