সেনাবাহিনীর বাঘাইহাট জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর বাঘাইহাট জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর বাঘাইহাট জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকান্ড পরবর্তী পূর্ণগঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী বাঘাইহাট জোন।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. খায়রুল আমিন।

তিনি বলেন, ‘অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালিকে আবারো পূর্ণগঠনে কাজ করছে সেনাবাহিনী। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করার পরিকল্পনা করা হচ্ছে।’ পাশাপাশি স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

লেঃ কর্নেল মোঃ খাইরুল আমিন বলেন, ‘পাহাড়ের পর্যটন বিকাশে সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের অবদান রয়েছে৷ সামনের দিনগুলোতেও সকল পক্ষের সহযোগীতায় একটি পরিকল্পিত পর্যটন হিসেবে সাজেক ভ্যালিকে সাজিয়ে তুলতে হবে।’

এ সময় স্থানীয় গণ্যমান্যদের বক্তব্যে সাজেকে পানির চৌবাচ্চা নির্মান, হাসপাতাল নির্মান, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে সড়ক প্রসস্তকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জোর দাবী জানানো হয়।

এসময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো ফয়সাল আমির তারেক, মেজর মো. আবু নাঈম খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।