বোয়ালমারীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

বোয়ালমারীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

বোয়ালমারীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশের সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কাজী হারুন কমপ্লেক্সে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি এয়ারগান, ২টি ওয়াকি-টকি সেট, একটি ট্যাক্টিকাল দূরবীন, গাজাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বোয়ালমারীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, উক্ত মার্কেটের মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ এই অস্ত্র সমূহ ও সরঞ্জামাদির মূল মালিক। ইতিপূর্বে, উক্ত ব্যক্তি একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে আটক হয়েছে। বর্তমানে সে পলাতক অবস্থায় রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার রেজাউল করিম-কে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনীর সফল অভিযান অপরাধমূলক কার্যক্রম রোধে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আইএসপিআর জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *