ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান, নকল জুস কারখানা সিলগালা

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান, নকল জুস কারখানা সিলগালা

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান, নকল জুস কারখানা সিলগালা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার সংলগ্ন রুপনাকান্দায় সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, বিএসটিআই ও উপজেলা কর্মকর্তাদের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে নকল জুস, ক্ষতিকর কেমিক্যালসহ ৪ হাজার বোতল জুস।

গত ৪ মার্চ (মঙ্গলবার) অভিযানে নন ফুড গ্রেড কালার, ঘন চিনি ও ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান উদ্ধার হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান, নকল জুস কারখানা সিলগালা

আইএসপিআর জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।