ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান, নকল জুস কারখানা সিলগালা

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার সংলগ্ন রুপনাকান্দায় সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, বিএসটিআই ও উপজেলা কর্মকর্তাদের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে নকল জুস, ক্ষতিকর কেমিক্যালসহ ৪ হাজার বোতল জুস।
গত ৪ মার্চ (মঙ্গলবার) অভিযানে নন ফুড গ্রেড কালার, ঘন চিনি ও ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান উদ্ধার হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আইএসপিআর জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।