সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীতে কুখ্যাত সন্ত্রাসী সামছুল গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীতে কুখ্যাত সন্ত্রাসী সামছুল গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীতে কুখ্যাত সন্ত্রাসী সামছুল গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী সামছুল আলম (৫০) গ্রেফতার হয়েছে। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গত রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী সামছুল আলমকে (৫০) তার নিজ বাড়িতে পাওয়া যায়।

অভিযান চলাকালে সামছুল আলমের বাড়ি তল্লাশি করে সেনাবাহিনী ১টি ওয়ান শুটার বন্দুক এবং ৪টি দেশি গ্রেনেড উদ্ধার করে। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারের পর সেনাবাহিনী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সামছুল আলমকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সামছুল আলম এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল। সেনাবাহিনীর এই উদ্যোগ আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা অনেক দিন ধরে এই সন্ত্রাসীর অত্যাচারে ভুগছিলাম। সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপে আমরা আশ্বস্ত হয়েছি।”

সেনাবাহিনী ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করছে। দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।