বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে ৫ বাংলাদেশিসহ ১১ জেলে আটক

নিউজ ডেস্ক
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে ১১ রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলের দিকে কক্সবাজারের টেকনাফের নৌঘাটে ফেরার পথে ট্রলারসহ তাদের আটক করা হয়।
স্থানীয় জেলেদের বরাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরে টেকনাফ শাহপরীর দ্বীপ নৌঘাটে ফেরার পথে মিয়ানমার অভ্যন্তরের জলসীমানার নাইক্ষ্যংদিয়া স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা প্রথমে একটি ট্রলারে ৬ রোহিঙ্গা জেলেকে আটক করে। পরে কয়েক ঘণ্টা পরে বাংলাদেশি ৫ জেলেকে আরেকটি ট্রলারসহ আটক করে। দুদিন পার হলেও এখনো তারা ছাড়া পায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদীর মিয়ানমার সীমান্ত থেকে দুইদিন আগে আরাকান আর্মি ১১ জেলেকে আটক করে। আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।