ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কেজি ভারতীয় জিরা জব্দ

নিউজ ডেস্ক
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। শনিবার (৮ মার্চ) বিকেলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে এদিন ভোরে উপজলার সূর্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা থেকে জিরাগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারি চক্র অভিনব উপায়ে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল গোপন সংবাদর ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালালে চোরাকারবারি চক্র দৌড়ে পালিয়ে যান। এসময় দুই হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সারাক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে চেষ্টার কমতি নেই।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।