বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে নানা আয়োজন
 
                 
নিউজ ডেস্ক
নানা আয়োজনে খাগড়াছড়িতে জেলা প্রাণী সম্পদ ও পার্বত্য জেলা পরিষদ এর উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১১অক্টোবর) জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহবায়ক খগেশ্বর ত্রিপুরা।
সভায় প্রধান অতিথি বলেন, স্বাস্হ্য সকল সুখের মুল, তাই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে প্রোটিন যুক্ত খাওয়ার খাওয়া দরকার, এ জন্যে বেশী করে ডিম খাওয়া দরকার। তিনি আরো বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে মেধা ও জ্ঞান বৃদ্ধি করতে না পারলে দেশ জাতি সমাজ পিছিয়ে পড়বে, অধিকিন্তু ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দুর্ণীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, গলাবাজি, এবং ব্যাভিচার রোধ করতে হবে। তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু তাকে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা করা প্রয়োজন। তাই প্রধান অতিথি প্রাণী সম্পদ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারিকে সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব ও কতর্ব্য পালনের মাধ্যমে দেশ ও জাতি, সমাজকে সহযোগীতার জন্যে উদাত্ত আহবান জানান।
