বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানে প্রান্তিক চাষীদের উন্নয়নের লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ,সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যসাপ্রু মার্মা, ফাতেমা পারুল, সিং ইয়ং ম্রো, ক্যানে ওয়ান চাক, কাঞ্চন জয় তংচঙ্গ্যা, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো:ওমর ফারুক, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এ কে এম নাজমুল হক, বিএসআরআই-কেজি এফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড.এবি এম মফিজুর রহমান, বান্দরবান সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বান্দরবান উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ক্যছেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমাসহ প্রমুখ।
এসময় বান্দরবানের ৭ উপজেলা থেকে আগত বিভিন্ন কৃষকদের মাঝে ২৫টি পাওয়ার ট্রিলার, ৫০টি স্প্রে মেশিন, ৫টি ধান মাড়াই মেশিন, ৬টি পাওয়ার পাম্প মেশিন, ২০টি ফুট স্প্রে মেশিন বিতরণ করা হয়।
