খাগড়াছড়িতে ২ শতাধিক অসহায় পরিবারে ২৩ বিজিবির মানবিক সহায়তা

খাগড়াছড়িতে ২ শতাধিক অসহায় পরিবারে ২৩ বিজিবির মানবিক সহায়তা

খাগড়াছড়িতে ২ শতাধিক অসহায় পরিবারে ২৩ বিজিবির মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই শতাধিক অসহায় পরিবারে বিজিবি কর্তৃক মানবিক সহায়তার অংশ হিসেবে ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে বিজিবি সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা দেন যামিনীপাড়া ব্যাটালিয়নের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল খালিদ ইবনে হোসেন।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) উদ্যোগে ইফতার সামগ্রী, ১০টি এতিমখানায় চালের বস্তা, অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হয়।

এ সময় নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত, অসহায় মানুষের পাশে যামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে। শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক ডা. মেজর মো. আশিকুর রহমান, সহকারী পরিচালক মো. আবুল লেইচ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।