সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পানছড়িতে চিকিৎসা ও খাদ্য সহায়তা

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পানছড়িতে চিকিৎসা ও খাদ্য সহায়তা

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পানছড়িতে চিকিৎসা ও খাদ্য সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নানাবিধ মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (৩০ বীর) তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উল্টাছড়ি ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মেডিক্যাল ক্যাম্পেইনে আশপাশের সাতটি গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রায় ৭০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

এ সময় চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ ও লাবনী জামান এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

একই দিনে পানছড়ি সাবজোনের পক্ষ থেকে মুসলিমনগর, ওমরপুর, আলীনগর, রসূলপুর ও জিয়ানগর এলাকার ৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মো. রিফাত হোসাইন।

এই দুর্গম এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি এবং সরকারি অনেক সুবিধা বঞ্চিত জনগণ এখানে বসবাস করে। সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে পুরো ইউনিয়নবাসী আনন্দিত। স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার ও সেনাবাহিনী যেন সবসময় আমাদের পাশে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা পাহাড়ি জনপদের অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।