খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৯ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলা সদরের নারিকেল বাগান শান্তি কাউন্টার এলাকায় সেনাবাহিনী বড় ধরনের মাদক পাচারের চক্র ধরতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে সদর জোনের একটি নিয়মিত টহল টিম অভিযান পরিচালনা করে এবং ৪ জন পাচারকারীকে ৯ কেজি গাঁজা সহ আটক করে।
এছাড়া, অভিযানে নগদ টাকা, মোবাইল ফোন এবং ব্যাংক একাউন্ট চেকও উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই পাচারকারীরা গাঁজা নিয়ে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তারা শান্তি পরিবহনের মাধ্যমে এই মাদক পাচার করছিল।
সেনাবাহিনীর টহল টিমের নেতৃত্বে থাকা ওয়ারেন্ট অফিসার মো. রেজাউল এবং তার দলের সদস্যরা অভিযান চালিয়ে এই মাদক চক্রটি ভেঙে দেয়। আটককৃতদের খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনী গাঁজাসহ পাচারকারীদের হস্তান্তর করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, এটি খাগড়াছড়ি জেলার মাদক পাচার প্রতিরোধে একটি বড় সাফল্য এবং নিরাপত্তা বাহিনীর কঠোর মনোযোগ ও দক্ষতা প্রদর্শন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
