বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ধারাবাহিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার) এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
এদিন সকাল ১১টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিল ও চিকিৎসা সহায়তা বাবদ মোট দু্ই লক্ষ বাহাত্তর হাজার একশ বিরাশি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম এবং জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের জন্য আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সেনা জোনের আওতাধীন ক্যাম্পগুলোতেও দুঃস্থদের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, আলীকদম সেনা জোন প্রতি মাসেই এ ধরনের অনুদান ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে, যা পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।