খাগড়াছড়িতে রমজান উপলক্ষে ১০০ পরিবারকে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি সদর জোনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম।
তিনি নিজ হাতে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা এবং এক কেজি মুড়ি বিতরণ করেন।
লেঃ কর্নেল খাদেমুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন হিসেবে খাগড়াছড়ি জোন এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।
এ সময় স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেন এবং মানবিক সহায়তা প্রদান করার জন্য খাগড়াছড়ি জোনকে ধন্যবাদ জানান। এই ধরণের সামাজিক কার্যক্রম এলাকায় সম্প্রীতি এবং মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা তাদের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।