সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে খাগড়াছড়ি সদরের জিরোমাইলস্থ হর্টিকালচার পার্কে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
এ সময় গোয়াইছড়ি মৌজার হেডম্যান হ্লাপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
এদিন সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের নব গঠিত কমিটিতে সভাপতি পদে নারী হেডম্যান জয়া ত্রিপুরাকে সভাপতি, ইখিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও পূবালী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্যের খাগড়াছড়ি জেলা শাখার ৩ বছর (২০২৫-২০২৭) মেয়াদী কার্যকরী কমিটির গঠন করা হয়।
এছাড়াও সহ-সভাপতি হ্লামাপ্রু চৌধুরী, সহ-সভাপতি সমরিকা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জলী ত্রিপুরা, কোষাধ্যক্ষ সুমনা ত্রিপুরা-কে আগামী ৩ বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের জন্য কাজ করতে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে নারীদেরকেও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।