বোমাং সার্কেল চীফ পরিবারের বিরোধ প্রকাশ্যে, নেপথ্যে ভূমি নিয়ে মতবিরোধ

বোমাং সার্কেল চীফ পরিবারের বিরোধ প্রকাশ্যে, নেপথ্যে ভূমি নিয়ে মতবিরোধ

বোমাং সার্কেল চীফ পরিবারের বিরোধ প্রকাশ্যে, নেপথ্যে ভূমি নিয়ে মতবিরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার পুরাতন রাজবাড়ি এলাকায় বোমাং সার্কেল চীফের পরিবারের ভূমি নিয়ে বিরোধের জের ধরে রাতের অন্ধকারে বসতঘরে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বোমাং সার্কেলের ১৩তম বোমাং সার্কেল চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর তৃতীয় স্ত্রীর ২য় সন্তান এবং বর্তমান বোমাং সার্কেল চীফ উচ প্রু’র ছোট ভাই মংসাপ্রু লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বোমাং সার্কেল চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্রের তৃতীয় স্ত্রীর ২য় সন্তান এবং বর্তমান বোমাং সার্কেল চীফ উচপ্রু আমার বড় ভাই। আমি বাংলাদেশে বর্ডার গার্ড অনারারী উপ-পরিচালক কর্মরত পদ থেকে গত ২৫ জুলাই ২০২৪ সালে অবসর গ্রহণ করি।

তিনি বলেন, বান্দরবানে আমার নিজস্ব কোন ঘরবাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ পরিবারের উত্তরাধীকারি হিসেবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নির্মাণের কাজ শুরু করি। কিন্তু গত ১০ মার্চ দিবাগত রাতে সন্ত্রাসীরা দা, করাত, লোহার রড, লাঠি দিয়ে আমার নির্মিত বসতঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সময় তিনি এই হামলার তীব্র নিন্দা জানাই এর প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেন।

সংবাদ সম্মেলনে ১৩তম বোমাং সার্কেল চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর পুত্র সাথোয়াই প্রু, কন্যা মানুখয়, পুত্র ক্যথুই প্রু, পুত্র থুইসিং প্রু লুবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *