সীমান্তে দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত

নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে সীমান্ত এলাকা দিয়ে বাসে করে যাওয়ার সময় দুর্ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সেনা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভারতের মণিপুরের সেনাপতি জেলার চাংউবুং গ্রামে বাস গভীর খাদে পড়ে গেলে তিনজন মারা যান। বাসটিতে ১৫ জন ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটিতে ১৫ জন বিএসএফ সেনার মধ্যে অন্তত ৮ জন আহতের খবর জানিয়েছে স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। আহতদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে মণিপুরে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি শান্ত করতে সেখানে নিয়মিত টহল দিচ্ছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।