রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের বিশেষ টহল দল বুধবার রাত ১টা ১০ মিনিটে রাজবাড়ীর কালুখালী উপজেলার তোফাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে তোফাদিয়া এলাকার একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার বন্দুক ও তিন রাউন্ড অ্যামুনিশন পাওয়া যায়।
সেনাবাহিনী দ্রুত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে এবং পরবর্তীতে তা কালুখালী থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলছেন, নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতা এলাকায় শান্তি বজায় রাখতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।