সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ১৮ রোহিঙ্গা উদ্ধার

সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ১৮ রোহিঙ্গা উদ্ধার

সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ১৮ রোহিঙ্গা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে সাগর পথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নেজাম উদ্দিন নামে এক দালালকে আটক করা হয়। আটক ব্যক্তি টেকনাফের বাহারছড়া হাজম পাড়ার বাসিন্দা।

উদ্ধার রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া কচ্ছপিয়া নৌঘাট এলাকা দিয়ে দালাল চক্র অবৈধভাবে সাগর পথে কিছু লোককে ট্রলারে করে মালয়েশিয়া পাচার করছে। এমন সংবাদ পেয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। এসময় নেজাম উদ্দিন নামে এক দালালকেও আটক করা হয়।

টেকনাফ থানার ওসি জানান, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।