রমজান উপলক্ষে খাগড়াছড়ির ৫শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলো সেনাবাহিনী - Southeast Asia Journal

রমজান উপলক্ষে খাগড়াছড়ির ৫শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলো সেনাবাহিনী

রমজান উপলক্ষে খাগড়াছড়ির ৫শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

রমজান উপলক্ষে খাগড়াছড়ির ৫শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলো সেনাবাহিনী

ইফতার সামগ্রী বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। পবিত্র রমজানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারজানা আক্তার চৌধুরী, ব্রিগেড মেজর সাদাত রহমান, স্টাফ অফিসার মেজর মোস্তফা আরেফিনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজান উপলক্ষে খাগড়াছড়ির ৫শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলো সেনাবাহিনী

খাগড়াছড়ি সেনা রিজিয়নের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তারা বলছেন, সেনাবাহিনীর এই সহায়তা অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং এটি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *