ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাসপোর্ট পেতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমার আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন পাসপোর্ট দেওয়া হবে তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

মাইকেল চাকমা গত সরকারের আমলে দীর্ঘদিন ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন।

তার করা এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে এদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান। তিনি জানান, নিয়ম অনুসারে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মাইকেল চাকমা।

কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

আদালত আদেশ পাওয়ার সাতদিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাইকেল চাকমাকে পাসপোর্ট ইস্যুর আবেদন বিবেচনা করতে বলেছেন। একই সঙ্গে রুল জারি করেছেন।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সংগঘটিত বেশ কয়েকটি সাম্প্রদায়িক হামলার প্রধান উন্ধনদাতা। এমনকি মিজোরাম থেকে পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকবার অস্ত্রের চোরাচালান আনার সময় যেসব অস্ত্র মিজোরামে আটক হয়েছে, সেসব অস্ত্র চোরাচালানের প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *