ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আজ শুক্রবার (১৪ মার্চ) পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা ও সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক মহা-পরিচালক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের এই ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংগঠনটির সাবেক নেতা মিনহাজ মুরশীদ, সংবিধান ও রাষ্ট্রবিরোধী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলার স্বীকার ও সদ্য কারামুক্ত জুলাই বিপ্লবী ছাত্র নেতা শাহাদাৎ ফরাজী সাকিব, গণ অধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে পারে।
অনুষ্ঠান শেষে অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক মহা-পরিচালক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতরাফুল রাকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের সাবেক ছাত্র ও বর্তমানে আমেরিকার লুইস বেইল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক আশরাফুল হাসান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন সহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।