বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।
শুক্রবার (১৫ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এই মালামাল হস্তান্তর করেন।
লেঃ কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, ফেলানী নিহত হওয়ার পর থেকেই বিজিবি এই পরিবারের পাশে রয়েছে। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিজিবির তৎকালীন কমান্ডিং অফিসাররা ভারতে গেছেন। এছাড়া, পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনে সহায়তা হিসেবে ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে ব্যবসার জন্য অর্ধ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে, উল্লেখ করে তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে।
ফেলানীর বাবা বিজিবির এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। ঈদ উপলক্ষে এই সহায়তা আমাদের ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
সীমান্তে নিরাপত্তার পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারত থেকে ফেরার সময় কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ১৫ বছর বয়সী ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হলেও ভারতের আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পরও আজও প্রকৃত বিচার নিশ্চিত হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
