বিজিবির রামগড় ব্যাটালিয়নের অভিযান: ভারতীয় গরু আটক

বিজিবির রামগড় ব্যাটালিয়নের অভিযান: ভারতীয় গরু আটক

বিজিবির রামগড় ব্যাটালিয়নের অভিযান: ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান রোধে তৎপর বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ মার্চ ২০২৫) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’তে কর্মরত টহল দল একটি অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ২টি গরু আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে গরুগুলো আটক করতে সক্ষম হয়। তবে গরুর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত গরুগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা রাখতে ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।