বাঘাইছড়িতে এতিমদের মাঝে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা মারিশ্যা-এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে কাচালং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ করেন সীপকস উপ-শাখা মারিশ্যা-এর সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম।
এ সময় তিনি বলেন, সীপকস শুধু ইফতার বিতরণই নয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বন্যার্তদের মাঝে ত্রাণ, দরিদ্র পরিবারদের সহায়তা সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, জোনের দায়িত্বপ্রাপ্ত অফিসারবৃন্দ এবং কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক।
সীপকসের এই উদ্যোগ এতিম শিশুদের জন্য আনন্দের মুহূর্ত তৈরি করেছে এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।